সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া গ্রামে স্বামীকে ঘরের ভেতর আটক করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার উত্তর গজারিয়া এলাকার সিরাজের ছেলে ফারুক (৩৩) ও একই এলাকার নারায়ণ চন্দ্র সরকারের ছেলে অর্পূব কুমার দিপু (৩২)।পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে জীবিকার তাগিদে কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে ধর্ষণের শিকার ওই নারীর পরিবার।তার স্বামী পেশায় রাজমিস্ত্রি। গত বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার ফারুক, আলমগীর, সাব্বির, রুপ কুমার, সুজন, অর্পূবসহ কয়েকজন মিলে ওই নারীর স্বামীকে একটি কক্ষে আটকে মারপিট করতে থাকেন। এসময় ওই যুবকরা দম্পত্তির কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এক পর্যায়ে রাজমিস্ত্রির স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে ফারুক ধর্ষণ করেন।পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে যুবকরা ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।পরে ওই নারী ঘটনাটি গ্রাম্য মাতবরদের জানালে আইনি সহায়তার পরামর্শ দেন তারা।এরপর ওই নারী বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।পরে শুক্রবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও অর্পূবকে গ্রেপ্তার করে।শনিবার দুপুরে ধর্ষণ মামলা দায়ের করে ফারুক ও অর্পূবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,র্ধষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।