সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (৫ মার্চ) সকালে যাত্রীবাহীবাসের নিচে চাপা পড়ে মো: রুবেল হোসেন (২৫) নামে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।নিহত রুবেল পঞ্চগড় জেলার দেবীধস থানার মল্লিশদহ বিষপানি গ্রামের আব্দুর রহিমের পুত্র।জানা যায়, ওই দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি দ্রতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।গোড়াই হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।