সালাহ উদ্দিন সৈকত(কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।বুধবার (২৬মে)ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার খাড়াজুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পরিচয় হলো,সুনামগঞ্জ জেলার ধর্মকশা উপজেলার হলিদাকান্দা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজিজুল হক (৪৮)।নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ইবনে ফয়সালের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠান সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,”বুধবার ভোরে বাসা থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে কালিয়াকৈর থানাধীন খাড়াজুরা ফ্লাইওভার ব্রিজ এর পূর্ব পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন।পরে পুলিশে খবর দেয়া হয়।এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।”
এ সড়ক দুর্ঘটনা সম্পর্কে সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক বলেন,”লাশ উদ্ধার করা হয়েছে।তবে,পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে যথাযথ প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।”