সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
মাল্টিপারপাস কোম্পানীর প্রতারনা,১জন গ্রেফতার করেছে পিবিআই-গাজীপুর।
মাল্টিপারপাস কোম্পানীর প্রতারনা, ১জন গ্রেফতার করেছে পিবিআই-গাজীপুরগাজীপুর জেলাধীন কালিয়াকৈরের ভান্নারা এলাকায় স্থানীয় ভাবে আলোচিত ও চাঞ্চল্যকর মাল্টিপারপাস কোম্পানীর প্রতারনার মামলার আসামী মোঃ মনির (৩৬)কে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর।গত ০২/১২/২০১২ ইং তারিখ হতে ২৮/১০/২০১৬ তারিখ পর্যন্ত সময়ে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর ভান্নারা এলাকায় নিউওয়ে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিঃ নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্লট/জমি এবং জমাকৃত আমানতের বিপরীতে দ্বিগুন টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্ব মোট ২,৯১,০০,০০০/- (দুই কোটি একানব্বই লক্ষ) টাকা গ্রহন করে।সদস্যগনকে ২/১ কিস্তির টাকা ফেরত দিয়ে হঠাৎ করে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায়। স্থানীয় ভাবে আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলাটি বিজ্ঞ আদালত স্ব-প্রনোদিতভাবে পুনরায় তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে আদেশ প্রদান করে।পিবিআই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম শাকিল হাসান প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিচয়, অবস্থান এবং প্রতারনার বিষয় নিয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় আসামী মোঃ মনির হোসেন (৩৬), পিতা- মৃত আঃ রশীদ, সাং- শ্রীরামপুর, পোঃ শ্রীরামপুর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর। বর্তমান সাং-ফ্লাট নং- বি/২, বাড়ি নং-০২, রোড নং-১৯, সেক্টর- ১২, থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি, ঢাকাকে গত ২৩/০১/২০২১ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় তার বর্তমান বাসা হতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী এবং কোম্পানীর অন্যান্য সদস্যগন দেশের বিভিন্ন স্থানে অফিস স্থাপন করে নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামীয় কোম্পানীর প্লট ও গ্রাহকদের নিকট হতে সংগৃহীত জমানতের বিপরীতে টাকা দ্বিগুন করার প্রলোভন দেখিয়ে সর্ব মোট ২,৯১,০০,০০০ (দুই কোটি একানব্বই লক্ষ) টাকা গ্রহন করে। সদস্যগনকে ২/১ কিস্তির টাকা ফেরত দেয়। তারা গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা এবং প্লট/জমি বুঝিয়ে না দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। ২০১২ সালে গ্রাহকদের টাকা এবং প্লট/জমি বুঝিয়ে না দেওয়ার কারনে অভিযোগ আসতে থাকে। অভিযোগ আসার ০৬ মাসের মধ্যে কোম্পানী তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। হঠাৎ করে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সাধারন মানুষ আসামীদের মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পিবিআই-গাজীপুর।