সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
ভূমিসহ বাড়ি পেলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গৃহহীন পরিবারগুলো।মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় আরও ৯০টি পরিবার দ্বিতীয় ধাপে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে।
রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৯০টি ঘরের উদ্বোধন করেন।
পরে উপজেলা হলরুমে থেকে জমির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।মুজিবশতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করতে গৃহনির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,উপজেলা সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন,উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।দুই শতাংশ জমির ওপর নির্মিত প্রতিটি বাড়ির জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।এর মধ্যে ৯০টি পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হলো।