সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর রবিবার সকালে থানা থেকে আসামির পলায়ন।পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করার পর জেসমিন আক্তার জুইকে পুনরায় আটক করেন।আটককৃতরা হলেন,কালিয়াকৈর উপজেলা উন্দার চালা এলাকার আখতার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার জুঁই (২৫)।কালিয়াকৈর থানার এস আই তাহমিনা আক্তার জানান, উপজেলার উন্দার চালা এলাকা থেকে জেসমিন আক্তার জুইকে গতকাল পুলিশ তাকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসেন।রবিবার সকালে কনস্টেবলদের কর্তব্য অবহেলার কারণে থানা থেকে আসামি পলায়ন করেছিল।পরে পুলিশ সদস্যরা বিভিন্ন খোঁজাখুঁজি করার পর জেসমিন আক্তার জুই কে আটক করেন।