সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গতকাল শনিবার রাতে কালীগঞ্জের জামালপুর নতুন বাজারে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে।দুই দোকান থেকে চুরি হয়ে যাওয়া দোকানের মালামাল ও নগদ টাকার পরিমাণ ধরা হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
জানা যায়,গতকাল রাতে খন্দকার স্টোর এবং অলি উল্লাহ স্টোর দোকান দুটির টিনের চালা থেকে টিন সরিয়ে দোকানের মালামাল সহ নগদ টাকা চুরি হয়েছে।
খন্দকার স্টোর দোকানের মালিক ইলিয়াস খন্দকার তিনি জানান,রবিবার সকালে দোকান খুলে দেখতে পায় তার দোকানের টিনের চালের টিন সরানো,দোকানের জিনিসপত্র এলোমেলো এবং দোকানের টেবিলের ড্রয়ার ভাঙ্গা।তার ধারণা দোকানের মালামাল ও নগদ অর্থসহ দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো চুরি হয়েছে।তিনি আরো বলেন,এর আগেও এ দোকান থেকে চুরি হয়েছে।বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনা কিছুদিন পরপরই ঘটছে।আগে যখন চুরি হয়েছিল তখন বাজারে পাহারাদার সহ পুলিশকে অবগত করা হয়েছিল।তবে, পুলিশকে লিখিত কোন অভিযোগ করেননি।
এদিকে একই রাতে চুরি হওয়া পাশের দোকান অলি উল্লাহ স্টোর এর মালিক অলি উল্লাহ জানান,গত শনিবার রাতে তার দোকানের টিনের চালা থেকে টিন সরিয়ে দোকান থেকে সাবান,টুথপেস্ট,সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গেছে।তিনি আরো জানান,নগদ অর্থ টাকা তিনি দোকানে রেখে যাননি এবং চুরি হয়ে যাওয়া সম্পত্তির পরিমাণ সঠিক বলতে পারছেন না।তবে ধারণা করা হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।