• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরের কাশিমপুরের সিমেন্ট ব্যবসায়ী নিখোঁজ।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৮৪ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রো থানার পানিশাইল মাছিহাটা এলাকার এক ব্যবসায়ীকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।নিখোঁজ ব্যবসায়ী হলেন কাশিমপুর থানার গোবিন্দবাড়ী গ্রামের মন্তাজ উদ্দিন ওরফে ফক্কু মুন্সির ছেলে ফারুক হোসেন। তিনি গত ৬ এপ্রিল বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকার একটি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন।সেদিন থেকেই ব্যবসায়ীকে তার আত্মীয়স্বজন আশুলিয়া ও কাশিমপুর থানা,বিভিন্ন হাসপাতালে খুঁজেও পায়নি।তারা বৃহস্পতিবার সকালে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আশুলিয়া থানায় যাওয়ার অনুরোধ করেন।পরে নিখোঁজ ব্যবসায়ী ফারুক হোসেনের স্বজনরা আশুলিয়া থানায় গেলে সেখানকার পুলিশ আবার কাশিমপুর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে বলেন।ওই বাজারের ব্যবসায়ী, নিখোঁজের পরিবারের সদস্যরা জানান,ফারুক হোসেন দীর্ঘ দিন ধরে মাছিহাটা এলাকায় রড,সিমেন্ট,ওয়ার্কশপের যন্ত্রাংশের ব্যবসা করে আসছিলেন।কিন্তু ব্যবসায়ী ফারুক হোসেন গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে আশুলিয়ার বাইপাইল যান।সেখানে যাওয়ার পর আর ফিরে আসেননি।তবে বিকেলের কোনো এক সময়ে ফারুক হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ ফারুক হোসেনের বড় ভাই ফরহাদ হোসেন জানান,ছোট ভাইকে বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বুধবার কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে সেখানকার পুলিশ আশুলিয়া থানায় যেতে বলেন।কিন্তু বুধবার সকালের দিকে ওই এলাকার সাইফুল নামে এক যুবক বিনা কারণে ফারুকের দোকানে তালা দেয়।পরে দোকানের ম্যানেজারের কাছে টাকা দাবি করে না পেয়ে ফারুকের ব্যবহূত মোটরসাইকেলটি নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌