সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কাশিমপুরে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় জাহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহিদুল এর পরিচয় হলো, কুড়িগ্রামের রৌমারী থানাধীন চর গোয়ালমারী এলাকার আ.বারেকের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই মোজাম্মেল হক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সফর উদ্দিন সাফার নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়রা ওই দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে একটি কক্ষের মেঝের বালুর নিচে চাপা দিয়ে রাখা এক ব্যক্তির হাত ও হাটুর আংশিক বের হয়ে থাকা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করে। শুক্রবার বিকেলে স্বজনরা নিহতের লাশ শনাক্ত করে।
তিনি জানান, জাহিদুল ইসলাম শৈলডুবি এলাকায় ভাড়া বাসায় থেকে নরসুন্দরের (নাপিত) কাজ করতেন। গত ৭ জুলাই তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ব্যাপারে তার স্ত্রী রূপালী বেগম ১২ জুলাই থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ জুলাই জাহিদুল তার বড় ভাইকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে নিখোঁজ হন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।