সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
আজ ০৩/০৫/২০২১ তারিখে গাজীপুর জেলার কাশিমপুর,কোনাবাড়ি ও জরুন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উম্মে হাবিবা ফারজানা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন,গাজীপুর।
এসময় “মর্জিনা ফুড এন্ড বেকারি” তে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশ এবং উৎপাদিত খাদ্যদ্রব্যে স্বাস্থ্যহানীকর ডাইয়িং রঙ ব্যবহার করতে দেখা যায়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৫৩ ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ২৪,০০০/- (চব্বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং ক্ষতিকর দ্রব্যগুলো ধ্বংস করা হয়।কর্মচারী ও শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ প্রদান করা হয়।পথচারী এবং ব্যবসায়িক দোকানদারকে মাস্ক এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে উৎসাহিত করা হয় এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এসময় জেলা বাজার কর্মকর্তা জনাব আব্দুস সালাম উপস্থিত ছিলেন।আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন ।