সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১,গাজীপুর ক্যাম্প চান্দনা চৌরাস্তা এলাকা হতে ০৪ ছিনতাইকারী গ্রেফতার করেছে।
গত ১৮ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ র্যাব-১,স্পেশালাইজ্ড কোম্পানী,পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল জিএমপি,গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা জয়দেবপুর রোড নাঈম বিরিয়ানী হাউস এর উত্তরে রাস্তার মাঝে নির্মানাধীন র্যাপিড ট্রানজিট পিলারের পাশে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সিফাত(২২), ২। মোঃ নাহিদ(২৩),৩। আশিকুর রহমান আকাশ(২১),৪। রওশানা আখি এবং তাদের দখল হইতে উদ্ধারকৃত ০১(এক) টি সুইচ গিয়ার চাকু,০১ (এক) টি ফোল্ডিং চাকু ও ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান- আসামিরা চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার,মোটর সাইকেল, গাড়ী,টাকা পয়সা,মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই/ডাকাতি করে আসছে।
এছাড়াও তারা জানায়,অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই/ডাকাতি কার্যক্রম করে এবং তাদের ছিনতাই/ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।আসামীদের থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।