সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলামকে হত্যাকান্ডের ৩ মাস পর জড়িত দুই যুবককে গ্রেফতার পুলিশ।বুধবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন(২১) ও শিপন হোসেন (২৩) গ্রেফতার করা হয়েছে।এসময় হত্যা কান্ডে ব্যবহৃত ছুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করা হয়েছে বলে স্বীকার করে গ্রেফতারকৃতরা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হাসান প্রেসব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসব্রিফিং এ জাকির হাসান জানান,”গত ১ মার্চ রাতে জিএমপি গাছাথানাধীন মালেকের বাড়ী এলাকার এমার্জিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম ঢাকায় কারখানার কয়েকজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন।পথিমধ্যে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিক কারখানার সামনে প্রাইভেটকার থামিয়ে সড়কের সামনে প্রাকৃতিক ডাকের সাড়া দিতে যায়।এসময় ৩/৪ জনের একদল ছিনতাইকারী তাকে এলোপাথারী ছুড়িকাঘাত করতে থাকে।এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ছিনতাই কারীরা দ্রুত পালিয়ে যায়।পুলিশ জাহিদকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় পুলিশ অজ্ঞাত নামা কয়েকজনকে বাদী করে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করে।মামলার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জাহিদুলকে ছুড়িকাঘাত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।পরে তাদের দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করা হয়েছে।দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।”