সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৩ ডাকাত সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে।গত ১০ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ রাত ২৩.৪০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে গাছা থানাধীন বশুরা সাকিনস্থ বশুরা জামে মসজিদ এর দক্ষিণ পাশে জনৈক সেলিম এর বিক্রিত পরিত্যক্ত বসতবাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে ১। মোঃ নাসির (৩৫), ২। মোঃ নয়ন(২০), ও ৩। মোঃ আল আমিন(২৭), দেরকে হাতে নাতে গ্রেফতার করে।এসময় উপস্থিত সাক্ষীদের সামনে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধৃত আসামীদের দখল হইতে ০১(এক)টি ষ্টিলের চাপাতি, ০১(এক)টি সুইচ গিয়ার, ০১(এক)টি ফোল্ডিং চাকু, নগদ ১,০০০/-(এক হাজার) টাকা ও ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই/ডাকাতি করে আসছিলো।উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।