• সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব।  আসন্ন নির্বাচনকে সামনে রেখে নান্দাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাধবপুরের কৃষি মেলা উদ্বোধন:বিমান প্রতিমন্ত্রী  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের বাজিমাত গাজীপুরের নগরপিতা কে হবেন,রায় দেবেন জনগন আজ ৮ বছরের ছেলের আদিল মাহমুদ সোহান এর অর্ধগলিত মরদেহ উদ্ধার। 

গাজীপুরের শ্রীপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোড় করে জমি দখলের চেষ্টা।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১২৬ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত এরফান আলীর সন্তানদের ৬০ বছর যাবৎ ভোগদখলীয় সম্পত্তি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।এ ব্যাপারে কেওয়া পশ্চিম খন্ড ও সিংদীঘি গ্রামের ১৪ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ওই অভিযোগে অভিযুক্তরা হলেন, মৃত কদর আলীর সন্তান নায়েব আলী (৫৫), নৈমুদ্দিন (৫০), জৈনুদ্দিন (৪০), মৃত ওমেদ আলীর সন্তান সবুজ (৪০), সোহেল (৩৫), মৃত রমিজ উদ্দিনের সন্তান চান মিয়া (৬০), তারা মিয়া (৫৫), বেলাল (৫০), উদ্দিন (৪৮), আব্দুল (৪৫), মৃত ছমেদ আলীর সন্তান রাজু মিয়া (৪২), রুকন উদ্দিনের সন্তান বিল্লাল হোসেন (৬০), হেলাল (৫৮) ও উসমান (৫০)।ওই জমিতে বিগত দিনে পাঁচটি মামলা গাজীপুর আদালতে চলমান। এর মধ্যে তিনটি দেওয়ানী মামলা নম্বর ৩০১/১৩,১৪০/২০, ৩৭২/২০ ও দুইটি ফৌজধারী মামলা নম্বর ২৭৬/২০ এবং ২৩১/২০।শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালত থেকে উভয় পক্ষকে স্ব স্ব স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে ভুক্তভোগী হান্নান আল মামুন জানান, এখানে আমাদের মোট জমির পরিমাণ ১ একর ৮৮ শতাংশ। পৈত্রিক সূত্রে এই জমি আমরা ৬০ বছর যাবৎ ভোগদখলে রয়েছি। কিন্তু কিছুদিন যাবৎ অভিযুক্তরা আমাদের জমিতে এসে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আদালত থেকে ১৪৫ ধারায় তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা আইন অমান্যকারী। তারা অবৈধভাবে আমাদের জমি জবরদখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আমি তাদের নামে ফের শ্রীপুর মডেল থানায় একটি লিখতঅভিযোগ দায়ের করেছি ও দ্রুত তাদের শাস্তির দাবি জানাচ্ছি।শ্রীপুর উপজেলার ৬ নং রাথুরা মৌজার এস.এ খতিয়ান ১১৯৪, ৬০৬ আর.এস ৮০৯, ৮১০ নং খতিয়ানে এস.এ দাগ নং ২৭০৫, ২৭০২ আরএস ১০০৪৮, ১০০৫৫, ১০০৫৩, ১০০৫৭, ১০০৪৯, ১০০৫১, ১০০৫২ দাগে মোট জমির পরিমাণ ৩ একর ৪ শতাংশ। নালিশি সম্পত্তির পরিমাণ ১ একর ৮৮ শতাংশ।এ বিষয়ে অভিযুক্ত উসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নয়ন ভূইয়া জানান, আমি ওখানে গিয়ে অভিযুক্তদের কাউকে পাইনি। পরে উভয় পক্ষকে থানায় ডেকেছি, তদন্ত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌