সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর পশ্চিমপাড়া গ্রামের ইকবাল হোসেন নামে এক কৃষকের চারটি গরু চুরি হয়ছে।শুক্রবার গভীর রাতে ওই কৃষকের গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরের চক্র।গরুর রাখাল ইকবাল হোসেন সোনাকর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ইকবাল হোসেন কৃষি কাজের সাথে গরুর ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ।
ইকবাল হোসেন জানান,”আমার ছেলে আশিক গবাদি পশুকে খাদ্য দিয়ে গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে দিয়ে গত রাত বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে ঘুমাতে যান,পরে গরুর মালিক ইকবাল হোসেন
সেহরির সময় উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা৷পরে ভেতরে গিয়ে দেখতে পান গরু গুলো নেই।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,গভীর রাতে তালা কেটে গরু গুলো নিয়ে গেছে অজ্ঞাত চোরের একটি দল।পরে রাতে তাৎক্ষণিক থানায় গিয়ে পুলিশকে অবগত করেন।
তিনি আরও বলেন,”চুরি হওয়া গরুর মধ্যে একটি লাল রঙের ষাঁড়,একটি সাদা রঙের গাভী ও দুটি বকনা।যেগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
চুরি যাওয়া গরুর বিষয় জানতে চাওয়ায় শ্রীপুর থানার এসআই হুমায়ুন কবীর জানান,”আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি।”
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন,”গরু চোর চক্রটিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।”