সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
আজ ২৭/০২/২০২১ ইং সন্ধ্যায় সফিপুর পশ্চিমপাড়া শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মাহমুদ ডেনিমস্ সংলগ্ন মাঠে।আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মুরাদ কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব সরকার মোশাররফ হোসেন জয়,প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,পৃষ্ঠপোষকতায় ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর যুব লীগের সভাপতি মোঃ আতাউর রহমান জয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া মহল্লার সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন সহ কালিয়াকৈর আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও সাধারণ খেলাপ্রেমী দর্শক।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ মুরাদ কবির।তিনি বলেন,’খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে।’