সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরে অটো রিকশার ধাক্কায় সাড়ে ৩বছর বয়সের এক শিশু রবিবার নিহত হয়েছে। এ ঘটনায় রিকশা চালককে আটক করেছে পুলিশ। নিহতের নাম ইয়াসিন। সে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বাওল গ্রামের আবুল হেসেনের ছেলে।
জিএমপি’র সদর থানার এস আই জাহিদুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলা বাজার এলাকার ফজল মেম্বারের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন আবুল হোসেন। তার শিশু সন্তান ইয়াসিন রবিবার দুপুর পৌণে ২টার দিকে বাসার সামনের সড়ক পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে যাওয়ার সময় ব্যাটারি চালিত একটি অটো রিকশা তাকে সজোরে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু ইয়াসিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় অটো রিকশার চালক সাজ্জাদ হোসেনকে (২৭) আটক করা হয়। সে সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম পিলাপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। সাজ্জাদ গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার দানেশ আলীর বাড়িতে ভাড়া থাকে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।