সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ এলাকা থেকে গতকাল রোববার এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারী হলেন, টাঙ্গাইলের গোপালপুরের ঘোড়ামারা এলাকার মো. শরিফুল ইসলামের স্ত্রী মিথিলা ফারজানা (২৪)।
পুলিশ জানায়, গাজীপুরের সারদাগঞ্জ এলাকায় আবদুল হালিমের বাড়িতে পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন মিথিলা ফারজানা। গতকাল রোববার সন্ধ্যায় ভাড়া বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে ছিলেন তিনি। তাঁর মা ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তাঁর লাশ উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিথিলা ফারজানা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কাশিমপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।