• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে এনজিওর কিস্তির টাকা পরিশোধের চাপে যুবকের আত্নহত্যা।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২৭১ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ৪ মে, ২০২১

সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডুমবাড়ীচালা গ্ৰামের রুবেল সরকার (৩৫) সে এনজিওর কিস্তির টাকা ব্যবস্থা না করতে পারায় আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রীর অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়েছে,রুবেল একজন শারীরিক প্রতিবন্ধী।সে কোন কাজ কর্ম করতে পারেনা।বাড়িতে কোনোরকমে কৃষি কাজ করে চলতেন।রুবেল সরকার এর দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে,সাংসারিক বিভিন্ন অভাব-অনটনের জন্য প্রিদিম নামক একটি এনজিওর মতো সমিতি হইতে ২২,০০০/-টাকা ঋণ উত্তোলন করেন,শাখাটি অবস্থিত ভালুকা মাস্টার বাড়ী।কিস্তির টাকা পরিশোধ করার লক্ষ্যে সমিতির কর্মরত লোকজন চাপ সৃষ্টি করতে থাকে,সে অনুযায়ী ০১মে ২০২১ইং তারিখ কিস্তি পরিশোধ করার কথা রুবেলের,কিন্তু কিস্তির টাকা যোগাড় করতে পারেনি,ফলে কিস্তির টাকার চাপে পরে অতঃপর মনের দুঃখে,কষ্টে ও লজ্জায় ০১/মে ২০২১ইং শনিবার দুপুর অনুমান ১২:০০ ঘটিকায় সময় নিজ বসত বাড়ীর পূর্ব ভিটার ঘরে বিষপান করে এবং পশ্চিম ভিটার ঘরে আসিয়া শুয়ে পড়েন।একটু পরে রুবেল সরকারের স্ত্রী সেলিনা খাতুন ঘোংরানির শব্দ পেয়ে ঘরে যেয়ে দেখেন তার স্বামীর অবস্থা খারাপ।ফলে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তার স্বামীকে দ্রুত অটোরিক্সা যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওয়াশ করে দেন।কিন্তু রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়া যাওয়ার পথে ০১/০৫/২০২১ইং দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় ভালুকায় রুবেল সরকার মৃত্যুবরণ করেন।ফলে রুবেল সরকারের স্ত্রী স্বামী মৃত্যুবরণ করায় তার স্বামীকে বাড়িতে নিয়ে আসে।থানায় বিষয়টি জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।এরপর লাশের দাফন কাফন সম্পন্ন করেছে তার পরিবার।

 

এ প্রসঙ্গে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন,”বিষয়টির আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন রুবেলের স্ত্রী।আমরা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।”

 

এ বিষয়ে তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার তারেক হাসান বাচ্চু গণমাধ্যমকে বলেন,”বিষয়টি খুবই দুঃখজনক বর্তমানে দেশের এই পরিস্থিতিতে কিস্তি আদায় করাটা মোটেও উচিৎ নয়।এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে,এনজিও গুলো যেন মানুষকে এত চাপ সৃষ্টি না করেন সেই আহ্বান রইলো।আর এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌