সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১,গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় ২৪ ফেব্রুয়ারি ২০২১(বুধবার) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্য মোঃ মোশারফ (২৬) ও মোঃ তরিকুল ইসলাম (২৩) কে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্ধ করা হয়েছে।জানা যায়,তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্য সহযোগীরা চাঁপাইনবাবঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশে নিয়ে আসে।পরবর্তীতে হেরোইনের চালানগুলো কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।হেরোইনের চালানটি একটি চালবাহী ট্রাকে করে ঢাকায় নিয়ে আসছিলো।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।