সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় বুধবার সন্ধ্যায় এক দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয় প্রতিবেশি আরেক যুবক। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (৩৮)। নিহত শফিকুল ইসলাম স্বামী আতাউর রহমান ও স্ত্রী মোমেনা বেগম সারদাগঞ্জ গ্রামের জসিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিকেলের দিকে স্বামী আতাউর রহমান (৩০)ও স্ত্রী মোমেনা বেগমের সাথে বেতনের টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় মারামারি শূরু হয়। তাদের ঝগড়ার শব্দ পেয়ে শফিকুল ইসলাম এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন।এসময় আতাউর রহমানের হাতে থাকা একটি দারালো ছুরিকাঘাত লাগে শফিকুল ইসলামের শরীরে।এসময় তার পেটের বিভিন্ন অংশ কেটে যায়।এসময় নিহতের শ্যালকও এগিয়ে এসে বাধা দিলে তাকে আতাউর রহমান ছুরিকাঘাত করে।পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শফিকুল ইসলামকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।এসময় ঘটনাস্থলেই তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শফিকুল ইসলামের মৃত্যু হয়।
এসময় নিহতের শ্যালক কবীরকে উদ্ধার করে জিরানি এলাকার শেখ ফজিলাতুননেছা মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী আতাউর রহমান ও স্ত্রী মোমেনা বেগমকে গ্রেপ্তার করেন।জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান, সারদাগঞ্জ এলাকার স্থানীয় জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটি আতাউর রহমান(৩০) স্ত্রী মোমেনা বেগমকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।