সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাড়ীতে তেল চুরির অভিযোগে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার উপবন ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টার পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ করেছেন ক্রেতারা।প্রায় একশ ক্রেতার বিক্ষোভের মুখে শুক্রবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত পাম্পটি বন্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
আলম নামের এক কাভার্ড ভ্যান চালকসহ একাধিক চালক মাপে তেল কম দেওয়ার অভিযোগ করেন উপবন ফিলিং স্টেশন নামের এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে।তিনি বলেন,আমাকে ৬০ লিটার তেলের মাঝে মাত্র ৪ লিটার তেল দেয়।এজন্য আমার মালিক আমাকে তেল চোর বলে চাকুরী ছেড়ে দিতে হুমকি দেন।প্রায়ই সময় তেল কম দেওয়া হয় বলে জানা গেছে।তেল কম দেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে মালিকের ভয় দেখায় বলে জানান ভুক্তভোগীরা।উপবন ফিলিং স্টেশনের মালিক বীর মুক্তিযোদ্ধা হওয়ায় পাম্পের কর্মচারীরা মাপে তেল কম দিয়েও উল্টে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের বিরুদ্ধে।
এ ব্যাপারে স্থানীয় জাহাঙ্গীর আলম জানান,এই উপবন ফিলিং স্টেশন পাম্পের কর্মচারীরা সুযোগ বুঝে দুরপাল্লার যানবাহনকে ও ওজনে তেল কম দেয়।তেল কম দেওয়ার অহোরোহ অভিযোগ রয়েছে এ পেট্টোল পাম্পের বিরুদ্ধে।এ বিষয়ে উপবন ফিলিং স্টেশনে তেল চুরির অভিযোগ করেও প্রশাসন রহস্যজনক কারণে আজও কোন ব্যবস্থা নেয়নি।
এমনকি পরে বিএসটিআই অনুমোদিত ওজন মাপার কনটেইনার নিয়ে এসে তাতে তেল দেওয়ার অনুরোধ করলেও তেল দেওয়া হয়নি।
পাম্পের ম্যানেজার আহসান হাবীব অভিযোগ অস্বীকার করে বলেন,“আমাদের পাম্পে এরকম ঘটনা খুব কমই ঘটে তবে আজ যা ঘটছে আমরা মালিকের সাথে কথা বলে ক্ষতিপূরণ দিবো।
তেল চুরির সংবাদ পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ক্ষতিগ্রস্ত চালকদের অভিযোগ শুনে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন।
ঐ ঘটনায় উপবন ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ এনে জয়দেবপুর থানায় তিনজন বাদী হয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মামুন আল রশিদ জানান,”অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”