সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ৪০০ বোতল চোলাইমদসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২৪ জানুয়ারি ২০২১ ইং তারিখ র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দক্ষিণ আরিচপুর মফিজ কমিশনার রোড আজমত আলী স্মৃতি সংসদ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কাজী নজরুল ইসলাম শেখ(৪৮), ও মোঃ দেলোয়ার হোসেন(৩৪), দ্বয়কে গ্রেফতার করেছে।
এসময় তাদের দখল হতে সর্বমোট ৪০০ বোতল=১৬০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের মূল্য অনুমান ৮০,০০০/- উদ্ধার করা হয়।