সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর স্মরণে সাংস্কৃতিক উৎসব ২০১৯ উপলক্ষে দেশাত্মবোধক সংগীত, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে এ অনুষ্ঠান হয় । ভার্চুয়ালের মাধ্যমে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক চন্দন রক্ষিতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )তানভীর ফরহাদ শামীম , জেলা কালচারাল অফিসার শারমীন জাহান ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম । এসময় উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল , উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দেশাত্মবোধক সংগীত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ৩ টি শাখায় ২৭ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।