সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গতকাল ১৭ মার্চ, ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসন, গাজীপুর এর আয়োজনে বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এম.পি.,মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস.এম. তরিকুল ইসলাম,জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেয়র,গাজীপুর সিটি কর্পোরেশন,জনাব খন্দকার লুৎফুল কবির,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), গাজীপুর,জনাব আখতারুজ্জামান, চেয়ারম্যান,জেলা পরিষদ, গাজীপুর।উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান/প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা মহোদয়।পূস্পস্তবক অর্পন শেষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহন এবং বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে অংশগ্রহন করেন।কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা তুলে ধরেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।র্যাব-১, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর উপস্থিতিতে গাজীপুরের পোড়াবাড়ী, মাস্টারবাড়ী, সালনা এলাকার বিভিন্ন গরীব, দুস্থঃ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের নিজস্ব মসজিদে যোহরের নামাজের সময় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার মাধ্যমে বিশেষভাবে দিনটি পালন করা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম।এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।১৭ মার্চ,বাঙালি জাতির অবিসংবাদিত,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকীতে পিবিআই গাজীপুরের গভীর শ্রদ্ধা।পুষ্পস্তবক অর্পণ করেন পিবিআই গাজীপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাকছুদের রহমান,ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর ও অন্যান্য সকল সহকর্মীবৃন্দ।