সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে বিজয় দিবস উপলক্ষে গত দুই দিন ধরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
একাধিক যাত্রীদের সূত্রে জানা যায়,১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন বাসের অতিরিক্ত ভাড়া নেওয়া যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিজয় দিবসের উপলক্ষে যাত্রীদের ঘুরাফেরা বেশি থাকার কারণে কিছু অসাধু বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
চৌরাস্তা থেকে সফিপুর গামী যাত্রী কুদরত ইলাহী বলেন, তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফ তার কাছে সফিপুর যেতে ১৫ টাকার পরিবর্তে চান ৫০ টাকা। তিনি অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে বাস থেকে থেকে নামিয়ে দেন।
টাঙ্গাইলের শারমীন আক্তার বলেন, তার কাছ থেকে চৌরাস্তা থেকে চন্দ্রা যেতে যেতে ৩০ টাকার ভাড়া চেয়েছেন ১০০ টাকা তাকওয়া পরিবহনে স্টাফরা ভাড়া আদায় করেন।
সালনা হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান , বেশি ভাড়া আদায়ের ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।