সালাহ উদ্দিন(গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা হইতে ২০(বিশ) কেজি গাঁজা এবং ট্রাকসহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার।অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ভোরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নলজানী সাকিনস্থ জয়দেবপুর রোড এলজিইডি গাজীপুর এর গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ কাউছার(২৬), ও মোঃ সেলিম(৪৫), দেরকে ২০(বিশ) কেজি গাঁজা, ট্রাক সহ গ্রেফতার করা হয়।আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।