সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
০৬ এপ্রিল ২০২১খ্রিঃ (মঙ্গলবার),প্রাইভেটকার/মাইক্রোবাসে তুলে ছিনতাই চক্রের ০২(দুই) সদস্য গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন জেলায় যাত্রীদের প্রাইভেটকার/মাইক্রোবাসে তুলে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার কথা বলে নির্ধারিত স্থানে যাওয়ার আগেই যাত্রীদের হাত-পা বেঁধে চাকু, ছোরা ও অন্যান্য অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন,নগদ টাকা, মূল্যবান জিসিনপত্র ছিনিয়ে নেয় ও ভিকটিমকে মারধর করে এবং তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অংকের অর্থ আদায় করে।
গত ২৬/০৩/২০২১খ্রিঃ তারিখ শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় সংগঠিত ছিনতাই এর ঘটনার গ্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই আহসানুজ্জামান উক্ত চক্রের ০২(দুই) সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একাধিক চোরাই মোবাইল ফোন,মানিব্যাগ,নগদ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহ্নত চাকু,ছোরা,অন্যান্য অস্ত্র ও ০১টি প্রাইভেটকার উদ্ধার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।