সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
র্যাব-১, গাজীপুর ক্যাম্প, গাজীপুর মহানগরের গাছা হতে ৯৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রাইভেটকার সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার।গত ০৬ জানুয়ারি ২০২১ খ্রি. র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা হাজীর পুকুরপাড় ষ্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিঃ এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ এরশাদ মোল্লা(৩৭), ২। মোহাম্মদ ফারুক(৩১), ৩। মোঃ শরিফুল ইসলাম সুমন(৪০), ৪। সাহিদুল ইসলাম সোহেব(৩০), দেরকে হাতে নাতে গ্রেফতার করেন। তাদের দখল হইতে সর্বমোট ৯৬০০(নয় হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ০১(এক)টি প্রাইভেটকার, নগদ ৩,১২০/-(তিন হাজার একশত বিশ) টাকা এবং ০৮(আট)টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।