সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া কঠোর লকডাউনে প্রথম দিনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যিবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯ জনের কাছ থেকে ৪১ হাজার ৫০টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, লকডাউন কঠোরভাবে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। জেলার ৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিয়াকৈর ও শ্রীপুরে ঢাকা থেকে ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাজীপুর মহানগরীতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। দিনভর তারা অননুমোদিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছেন, কোথাও দোকান পাট খোলা থাকলে সেগুলো বন্ধ করেছেন। তাছাড়া স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দশেনা অমান্য করে ঘরের বাইরে আসায় অনেককে জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে পাওয়া তথ্য অনুযায়ী ১৫টি ভ্রাম্যমাণ আদালত ৫৯টি মামলা দায়ের করে ৫৯ জনকে অর্থদন্ড দিয়ে তাদের কাছ থেকে ৪১ হাজার ৫০ টাকা আদায় করা হয়েছে।