সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর জেলা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টিম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে।এসময় তাদের কাছ থেকে ১হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গাজীপুর পুলিশ সুপারের পক্ষ থেকে শনিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,পুলিশ সুপারের নির্দেশক্রমে গেল শুক্রবার (২১ মে)গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার)এলাকায় অভিযান চালায়।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেনের তত্ত্বাবধানে উপ পুলিশ পরিদর্শক (নিঃ)বিজন বৈদ্যের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়কালে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।এসময় মোঃ কামাল হোসেন (৩৮) এর নিকট হতে ১ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট,মোঃ ফারুক মিয়া (৩৫) এর নিকট হতে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট,মোঃ তরিকুল ইসলাম (২৫) এর নিকট হতে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং মোঃ রাশেদুল আলম (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হওয়া মাদকের অবৈধ বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুর তদন্ত করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,বর্ণিত অবৈধ মাদকের উৎস অনুসন্ধান জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকের পরবর্তী গন্তব্যস্থলের তথ্যাদির জন্য অভিযান ও তদন্ত অব্যাহত আছে।