সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর সদর উপজেলার বারুইপাড়া মৌজার সিএস ১৮ দাগে বন বিভাগের জবরদখলকৃত এক একর জমি উদ্ধার করা হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে আজ সকাল থেকে এই অভিযান চালানো হয়।
বন বিভাগের কর্মকর্তা ভাওয়াল রেঞ্জ,শ্রীপুর রেঞ্জ,ভাওয়াল রেঞ্জের কর্মচারীর পাশাপাশি র্যাব ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা জানান,”যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম সরকার অস্ত্রের মুখে বন কর্মচারীদের জিম্মি করে উক্ত জমি জবর দখলে নেয়।এ ব্যাপারে গাজীপুর জেলা জজ আদালতে বন আইনে মামলা দায়ের করার পর পুলিশ ও র্যাবের সহায়তায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।”
অভিযান শেষে উদ্ধারকৃত বনভূমিতে বৃক্ষ রোপণ করা হয়েছে।