সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার ০৮/০৭/২১ইং খ্রিস্টাব্দ তারিখে জোড়পুকুর পাড়,উত্তর ও দক্ষিণ ছায়াবিথী সংলগ্ন এলাকা, রেলস্টেশন, হাড়িনাল বাজার,ভুরুলিয়া, বি আই ডিসি রোড,গাজীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন হাফিজা জেসমিন,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন,গাজীপুর ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮টি এবং সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ধারায়- ০১টি। মোট ৯টি মামলায় অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সকলকে ঘরের বাইরে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করা এবং অপ্রয়োজনীয় আড্ডা নিবারণে বলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর মেট্রোপলিটান পুলিশের সদস্যবৃন্দ সাথে ছিলেন।