নিউজ ডেস্ক:
কুষ্টিয়া ইস’লামী বিশ্ববিদ্যালয় থা’নাধীন ১১ নম্বর আব্দালপুর ইউনিয়নে নাশকতার উদ্দেশে ‘গো’পন বৈঠককালে’ পাঁচ নারী জামায়াত নেত্রীকে আ’ট’ক করেছে পু’লিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজে’লার পশ্চিম আব্দালপুর বাজার এলাকার নজরুল ইস’লামের বাড়িতে তার স্ত্রী’ নিগার সুলাতানার নেতৃত্বে বৈঠক চলাকালে তাদের আ’ট’ক করা হয়।
আ’ট’ককৃতরা হলেন- আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গো’লাম মোস্তফার ভাই মৃ’ত লুৎফর রহমান বিশ্বা’সের স্ত্রী’ সেলিনা খাতুন (৫৫), চাচাতো ভাই নজরুল ইস’লামের স্ত্রী’ নিগার সুলতানা (৪৫), রবিউল ইস’লামের স্ত্রী’ সাহিদা বেগম (৫০), আলতাফ মণ্ডলের স্ত্রী’ রোকেয়া খাতুন (৩৬) ও গো’লাম ফারুকের স্ত্রী’ শামীমা নাসরিন (৪২)।
ইস’লামী বিশ্ববিদ্যালয় থা’না পু’লিশের ভা” রপ্রাপ্ত কর্মক’র্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, পু’লিশের কাছে খবর আসে ইবি থা’নার পশ্চিম আব্দুলপুর গ্রামে নজরুল ইস’লামের বাড়িতে ‘গো’পন বৈঠক’ করছে জামায়াতে ইস’লামের কয়েকজন নারী কর্মী। এমন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে তাদের হাতেনাতে আ’ট’ক করা হয়। এ সময় বৈঠক স্থল থেকে জিহাদি বই উ’দ্ধার করা হয়। এ ঘটনায় ইস’লামী বিশ্ববিদ্যালয় থা’নায় একটি মা’মলা দায়ের করা হয়েছে।
একই অ’ভিযোগে এর আগেও তাদের গ্রে’প্তার করা হয়েছিল বলেও জানান ইবি থা’নার ভা” রপ্রাপ্ত কর্মক’র্তা। আ’ট’ককৃতদের বি’রুদ্ধে মা’মলা দায়ের পূর্বক আ’দালতে পাঠানো হয়েছে।
নাশকতার উদ্দেশে ‘গো’পন বৈঠকের’ অ’ভিযোগে পু’লিশের হাতে আ’ট’ক আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গো’লাম মোস্তফার পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতির সাথে যু’ক্ত থাকার বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।