মেজবা রহমান;গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আশিকুজ্জামান আজ ২৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।পদত্যাগের বিষয়ে সুস্পষ্ট কোনো কারন পাওয়া না গেলেও নিজ ইচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে “দৈনিক আমাদের সংগ্রাম ” সংবাদ প্রচার করেছিল তার দূর্নিতি সম্বন্ধে। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। যার সত্যতা মিলেছে শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের প্রতিবেদনে। বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও দুদক অবগত। তারপরও বহাল তবিয়তে স্বপদে ছিলেন তিনি।
এছাড়াও, বিধিমালা লঙ্ঘন করে অপ্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য খুলনা শিপইয়ার্ডকে ২৮ কোটি টাকা আগাম দিয়েছেন আশিকুজ্জামান ভুঁইয়া। নানা অনিয়মের প্রমাণও পায় শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের তদন্ত কমিটি।