• রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব। 

চট্টগ্রামের বেশকিছু এলাকায় শনিবার বিদ‍্যুৎ থাকবেনা।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৭৪ জন পড়েছে
প্রকাশিত সময়: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।

 

চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় শনিবার (১৬ জানুয়ারি) বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না।উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়।

 

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ — সকাল ৭টা থেকে দুপুর ১২টা

বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়াম

 

এর আওতাধীন খুলশী এইচ/১২ এর আওতাধীন চক্ষু হাসপাতাল, ডেবারপাড়, দক্ষিণ খুলশী, ওয়্যারলেস, টাইগারপাস, লালখান বাজার, এমইএস কলেজ, কুসুমবাগ, জিইসি কনভেনশন সেন্টার, নাসিরাবাদ প্রোপারটিজ, আমিন সেন্টার সংলগ্ন এলাকাসমূহ ৷

 

 

স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিম্নবর্ণিত ফিডারসমূহ চক্রাকারে লোডশেডিং করা হবে।

 

এইচ/০১: এর আওতাধীন বাংলাদেশ রেলওয়ে, সিআরবি কলোনী, চৈতন্য গলি, বানিয়াটিলা, বিআরটিসি, স্টেশন রোড ও আশপাশের এলাকা সমূহ।

 

এইচ/২১: এর আওতাধীন আইইবি, চট্টগ্রাম ক্লাব, ভিআইপি টাওয়ার, শিশুপার্ক, আর্মি ক্যাম্প ও আশেপাশের এলাকাসমূহ।

 

এইচ/৪: এর আওতাধীন জুবিলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড, গোয়ালপাড়া, হাজারী গলি (আংশিক), পুরাতন গীর্জা, কেসিদে রোড, মুসলিম হল, শহীদ মিনারের সামনের এলাকা, তিনপোলের মাথা (আংশিক), টিএন্ডটি ও আশেপাশের এলাকা (আংশিক), গোলাপ সিং লিইন, রাইফেল ক্লাব।

 

এইচ/০৫ ও এইচ-০৬: এর আওতাধীন ওয়াসা, দামপাড়া, এমএম আলী রোড, ওআর নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোল পাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি সেন্ট্রাল প্লাজা, প্রবর্তক মোড় (সমস্ত প্রি-পেইড এলাকা), আমীরবাগ আ/এ, পাঁচলাইশ আ/এ, বাদশাহ মিয়া রোড।

 

এইচ-১৩ এর আওতাধীন মোমিন রোড, রহমতগঞ্জ, লাভলেইন, ডিসি হিল, বৌদ্ধ মন্দির সড়ক, চেরাগীপাহাড়, নন্দন কানন ও বিটিভি এলাকা।

 

এইচ-১৪ এর আওতাধীন এস এস খালেদ রোড, আসকারদীঘি, কাজীর দেউড়ী, নুর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন, ও এস আলম টাওয়ার সহ তৎসংলগ্ন এলাকাসমূহ।

 

এইচ-১৫ এর আওতাধীন ব্যাটারী গলি, দামপাড়া (আংশিক), মেহেদীবাগসহ আশপাশের এলাকাসমূহ।

 

এইচ-২০ এর আওতাধীন চট্টেশ্বরী রোড, চকবাজার (আংশিক), জয়নগর (আংশিক), লালচাঁদ রোড (আংশিক) ও চট্টেশ্বরীস্থ কমিশনার কার্যালয়সহ আশপাশের এলাকাসমূহ।

 

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ — সকাল ৭টা থেকে ১০টা

বিক্রয় ও বিতরণ বিভাগ, পাহাড়তলী

 

এর আওতাধীন পাহাড়তলী ৩ নং ফিডারের অধীন জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম।

 

পাহাড়তলী-১২ নং ফিডারের অধীন ছধু চৌধুরী রোড, সাগরিকা রোড, ফইল্যাতলী বাজার, গলিচিপা পাড়া, জেলে পাড়া, বিটাক, খেজুর তলা, সিদ্দিক কমিশনার বাড়ি, লবণ ফ্যাক্টরী, মন্ত্রীর বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা।

 

বিবিবি-খুলশী এর অধীন ১৬/২০ এমভিএ সংশ্লিষ্ট ট্রান্সফরমারের আওতাধীন এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌