বোয়ালখালী (চট্টগ্রাম) থেকে মোহাম্মদ আবদুর রহমান
চট্টগ্রামে বোয়ালখালীর সাধারণ মানুষের শহর যাত্রা টা বড়ই বিরম্বনার ইতিহাস। কালুরঘাট সেতু তার প্রধান কারণ। তার ওপরে রয়েছে ছোট ছোট সিএনজি টেম্পু অটোরিকশ যেগুলো যাত্রীদেরকে বিভিন্ন রকমের বিরম্বনা দিচ্ছে। সন্ধ্যা নামলেই যার ভাড়া দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে নেয়া হয় । যাত্রীরা কোনরকম অভিযোগ করতে পারেনা তাদের হাতে জিম্মি হয়ে থাকে। আজ 2 মার্চ 2021 সাল বোয়ালখালী ৮ নং আসনের সংসদ সদস্য জনাব মোসলেম উদ্দিন আহমেদের অক্লান্ত পরিশ্রমে পরিশেষে আজ থেকে চালু হচ্ছে বি. আর. টি. সি বাস সার্ভিস। যা চট্টগ্রামের বহদ্দারহাট থেকে কানুংগোপাড়া পর্যন্ত নিয়মিত আসা যাওয়া করবে। ভার্চুয়ালি উদ্বোধনলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ৮ আসনের সংসদ সদস্য জনাব মুসলিম উদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ।