• সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব।  আসন্ন নির্বাচনকে সামনে রেখে নান্দাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাধবপুরের কৃষি মেলা উদ্বোধন:বিমান প্রতিমন্ত্রী  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের বাজিমাত গাজীপুরের নগরপিতা কে হবেন,রায় দেবেন জনগন আজ ৮ বছরের ছেলের আদিল মাহমুদ সোহান এর অর্ধগলিত মরদেহ উদ্ধার।  উপজেলা বিএনপি সহ-সভাপতিকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিআরটিসির বাস চলাচল শুরু হবে শীঘ্রই।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৯০ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

মোঃ সিরাজুল মনির ব‍্যুরো প্রধান চট্টগ্রাম।

 

বাস চলাচল বন্ধ হওয়ার ৭ বছর পর আবারো বাস সার্ভিস সেবার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের বোয়ালখালীর জনগণ । নামানো হচ্ছে বিআরটিসির চারটি বাস। আপাতত এ চারটি বাস বোয়ালখালী উপজেলা হয়ে কানুনগোপাড়া দিয়ে দাশের দীঘির পাড় পর্যন্ত যাতায়াত করবে। পরে যাত্রীর অবস্থা বুঝে আরো বাস বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। বাস চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা এখানকার সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করছেন গতকাল।

 

জানা যায়, এক সময় বোয়ালখালীর সড়ক-উপ-সড়কগুলোতে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস মিনিবাস চলাচল করতো। কালুরঘাট ব্রিজের সীমাহীন যানজট ও অভ্যন্তরীণ সড়কগুলোর দুরবস্থাসহ নানাবিধ কারণে পর্যায়ক্রমে আস্তে-আস্তে কোথায় উধাও হয়ে যায় এসব বাসগুলো। ২/১ টা যাও অবশিষ্ট ছিল ২০১৩ সালে এসে তাও একেবারে বন্ধ হয়ে যায় ১৯৭৯ সালে চালু হওয়া জনগুরুত্বপূর্ণ এ লাইনের বাস সার্ভিসটি। এ সুযোগে সড়কে নামে দেশীয় তৈরি সিএনজি চালিত টুকটুকি আর অটো রিকশাগুলো। এখন এখানকার প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য এসব যানবাহনগুলো অন্যতম ভরসা। এসব যানবাহনের নিত্য হয়রানি এবং সাধারণ মানুষের আয় ব‍্যয়ের সাথে চলাচলের খরচের কথা চিন্তা করে স্হানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বিআরটিসি বাস পরিচালনার জন‍্য আহবান জানালে বিআরটিসি কর্তৃপক্ষ এ আহবানে সাড়া দিয়ে বোয়ালখালীতে বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহন করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্হানীয় সাংসদের প্রচেষ্টার ফল হলো বিআরটিসির বাস। বিআরটিসির কর্মকর্তারা এ লাইনটি সরেজমিনে পরিদর্শন করে গেছেন। খুব তাড়াতাড়ি এ সড়কে বাস চলাচল শুরু হবে বলেও তিনি জানান।

 

যাত্রীরা জানান উপজেলার এ সড়কের পাশাপাশি শাকপুরা হয়ে আহলা দরবার শরীফ সড়কেও বিআরটিসির বাস পরিচালনা করলে প্রতিদিন শহরে যাতায়াতকারীদের জন‍্য খুব উপকার হবে। চট্টগ্রাম সিটি এলাকার সাথে লাগোয়া উপজেলা হওয়ার এ উপজেলার চাকুরীজীবি সহ অন‍্য পেশার লোকজন প্রতিদিন আসা যাওয়া করতে হয়। তাই পূনরায় এসব সড়কে বাস চলাচল শুরু হলে দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে ভুক্তভোগীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌