মুফিজুল আলম চট্টগ্রাম প্রতিনিধি
আজ সোমবার (৮ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, এক একর জায়গায় ১৫০ শয্যবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হবে। সংগঠনের অঙ্গসংগঠন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের উদ্যোগে এ হাসপাতাল নির্মাণ করা হবে।
এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও করোনা রোগী সেবা এবং কাফন দাফন সৎকার কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার লিখিত বক্তব্যে বলেন, করোনার সময় গাউসিয়া কমিটি বিভেদ ভুলে মানুষের পাশে ছিল।
করোনার ভয়ে পিছু হটেছেন আপনজনরা। এমনকি লাশ দাফনেও অংশ নেয়নি অনেকে। কিন্তু ওই সময় মানবতার দূত হিসেবে উপস্থিত হয়েছিল গাউসিয়া কমিটি। গত এক বছর করোনাতে মারা যাওয়া ২ হাজার ৬০ জন ব্যক্তির গোসল, দাফন ও সৎকার করেছে গাউসিয়া কমিটির মানবিক কর্মীরা। এর মধ্যে চট্টগ্রামে ১ হাজার ৬৬৭ জন, মুক্তিযোদ্ধা ৩৫ জন, হিন্দু ২৫ জন, বৌদ্ধ ৩ জন এবং অজ্ঞাত পরিচয়ের ১২ জন।
করোনাকালের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মোছাহেব উদ্দিন বখতিয়ার আরো বলেন, আমাদের দেখে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মাতবতার সেবায় এগিয়ে এসেছে। আমাদের সুদক্ষ কর্মীরা যেকোনো জাতীয় দুর্যোগে ভূমিকা রাখতে পারবেন, তা হোক বন্যা, পাহাড় ধস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। রাষ্ট্রীয় সম্মান, স্বীকৃতি পেলে গাউসিয়া কমিটির কর্মীরা আরও উজ্জীবিত হবেন।