স্টাফ করেসপন্ডেন্ট
প্রথম বারের মত চট্টগ্রামে হাজার ছাড়িয়েছে করোনা সনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ২৮৬৯ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ১০০৩ জনের দেহে, এর মধ্যে নগরে ৬৫২ এবং উপজেলা পর্যায়ে ৩৫১ জন। এ সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭হাজার ৭৮৭, আর মোট মৃত্যু-৮০০।
বুধবার (১৪ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত তথ্যসূত্রে এসব জানা যায়।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা সনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে কোন করোনা সনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩৫ জনের করোনা সনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা সনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা সনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা সনাক্ত হয়েছে