মোঃরইচ উদ্দিন সুজন সুবর্নচর নোয়াখালী।
সুবর্ণচরে ১নং চরজব্বার ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের ১২নং ডিগির পাশে আবদুল মতিনের ছেলে ব্যবসায়ী মোঃ দুলাল উদ্দীন (২৬) এর জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সুত্র মতে জানা যায় সকালে খাওয়া-দাওয়া শেষে অন্য দিনের মতোই নিজ দোকানে যান দুলাল। দোকান থেকে দুপুরে বাড়িতে না আসলে বাড়ির লোকজন দোকানে গিয়ে দেখে দোকানের ভেতর থেকে দরজা বন্ধ। উঁকি দিয়ে দেখেন ভিতরে দুলালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং পাশের লোকজনক সহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।