এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদক:
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মনোনীত নৌকার মাঝি আব্দুল হাইর পক্ষে উঠান বৈঠকে গনজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উন্নয়নের প্রতি আস্তাশীল হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় চরপাতা ৮ নং ওয়ার্ডের রূপসা ব্রিকস এর মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আলম খান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার জাহাঙ্গীর, সাবেক ইউপি সদস্য হরমুজল হক মাতাব্বরসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেত্রী-বিন্দু প্রমূখ।
বক্তরা বলেন, ২৫ মে চরপাতা ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি উপনির্বাচনে। নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্যে উদাত্ত আহবান করেন।
এসময় নৌকার প্রার্থী আঃ হাই বলেন, “আগামী ২৫ মে চরপাতা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। এ উপনির্বাচনে তিনি নৌকার মাঝি হিসেবে দল থেকে মনোনয়ন পেয়েছেন। এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার গরিব দুঃখি মানুষের বিপদে-আপদে পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্তসহ জন কল্যান মুখি কাজ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আধুনিক করে সুন্দর ও সমৃৃদ্ধী এবং এমপি মুকুলের হাতকে শক্তিশালী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।