এম.এ শরিফ হাসান
জেলা প্রতিনিধি ভোলা।
উপজেলা বাসীকে কাদিয়ে বিদায় নিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ইউএনও রুহুল আমিন । রবিবার ১১ ই জুলাই আনুষ্ঠানিক ভাবে বিধায় নেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। ইউএনও রুহুল আমিন তার ফেইসবুক স্ট্যাটাসে বিদায় জানান চরফ্যাশন বাসিকে ও সবার কাছে দোয়া কামনা করেন এবং সবাই ভালো থাকবেন এমনটাই অভিমত ব্যাক্ত করেন।
তিনি আরো বলেন দীর্ঘ ২ বছর ৮ মাস ১৯দিন আপনাদের সেবা করার চেস্টা করেছি কতোটুকু পেরেছি জানিনা আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন, তিন লাইনের ফেইসবুক স্যাটাসে ছিল আবেগাপ্লুত ভালোবাসার ছোয়া চরফ্যাশন বাসীর জন্যে। চরফ্যাশনে বসবাসরত সচেতন সমাজের সোসাল মিডিয়া ফেইসবুকে আজ শুধু একটি কথাই দৃস্যমান তা হলো চরফ্যাশনের মানুষ একজন সৎ অফিসারকে হারালো।
৩১ তম বিসিএস ক্যাডারের এ কর্মকর্তা প্রথমে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভুমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে যোগদান করেন। পরবর্তিতে দীর্ঘ ২ বছর ৮ মাস ১৯দিন চরফ্যাশন উপজেলার ইউএনও হিসেবে দায়ীত্ব পালন করেন রুহুল আমিন। পদোন্নতী পেয়ে বরিশালের জোনাল সেন্টালমেন্ট অফিসে চার্জ অফিসার হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন বলে জানা যায়। তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্বেও নিজেকে বিলীয়ে দেন চরফ্যাশনের সাধারণ মানুষের জন্যে। সততা ও আদর্শের এক উজ্জল দৃস্টান্ত চরফ্যাশনের মানুষের দেয়া মানবতার ফেরিওয়ালা খ্যাত ইউএনও রুহুল আমিন। তার এই দীর্ঘ সময় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে আইনের শাষন প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো কখনো পরতে হয় কুচুক্রি মহলের রোশানলে । ওই কুচুক্রি মহলের ষড়যন্ত্রকে উপেক্ষা করে সরকারের আইনের শাষনকে প্রতিষ্ঠা করতে এবং সাধারণ জনগনের সেবা ও ন্যাজ্য পাওনা তাদের দৌরগোরায় পৌছে দিতে কখনো পিছু পা হননি ইউএনও রুহুল আমিন।
সোসাল মিডিয়া ফেইসবুকে চরফ্যাশন বাসীর ভালোবাসাার বহিপ্রকাশ আজ দৃশ্যমান।