সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি।।
সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশে জনগনের স্বার্থে আবার কঠোর লক ডাউনের ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে,ইতিমধ্যে সব বিভাগ জেলা উপজেলায় চলছে করোনা প্রতিরোধে স্বাস্থবিধি নিয়ে সচেতনতা, প্রঙ্গাপণজারি করা হয়েছে সকল মিটিং সমাবেশ বন্ধ এবং সীমিত পরিসরে কিছু দপ্তরের সেবা চালু রাখতে। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে মিটিং সমাবেশ যেকোন অনুষ্ঠান সহ জনসমাগম ঠেকাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।
করোনায় সরকারি নিষেধাজ্ঞা লক ডাউন উপেক্ষা করে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে”র আয়োজনে বারি মালটা ১ এর ওপরে প্রায় ১শত ১০ কৃষক কৃষানিদের সমাবেশ/মাঠ দিবস কর্মসুচি করেছেন কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এসএম ফয়সাল (অশ্রু),এই সময় সমাবেশে ছিলো না কোন সামাজিক দূরত্ব বা স্বাস্থবিধি,সংশ্লিষ্ঠ দপ্তর সুত্রে জানা গেছে এই প্রশিক্ষণ বা সমাবেশ আরো আগে করার কথা ছিলো বিভিন্ন সমস্যার কারনে করা হয়নি, জুন মাস শেষ তাই বরাদ্দের সমস্যা হবে তাই দ্রুত বারি মালটা ১ চাষের ওপর মাঠ দিবস / সমাবেশ টি দায়সারাভাবে শেষ করা হয়েছে,
এদিকে স্থানীয়রা জানান ম্যাজিষ্ট্রেট রাস্তায় বা দোকানে একজন লোক বসা থাকলেও জরিমানা আদায় করছে,সব করোনা কি রাস্তায় আর দোকানে বা মাস্ক না পড়লেই হয় আজ( ৩০জুন )যে কৃষি গবেষণায় এত লোকের সমাগম এক সাথে ঘেঁষে বসে সমাবেশ/মাঠ দিবস করছে তাতে কি করোনার সমস্যা হচ্ছে না।এখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোথায়,স্থানীয়রা আরো জানান সরকারের আইন সরকারের লোক জনেই ভঙ্গ করছেন।
এবিষয়ে জানতে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে র প্রধান বৈঞ্চানিক কর্মকর্তা ড.এসএম ফয়সালকে ফোন দিলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া যাইনি।
রামগড় উপজেলা নির্বাহী অফিসা মু.মাহমুদ উল্লাহ মারুফ বলেন করোনার মধ্যে এসব মিটিং সমাবেশ বা প্রশিক্ষণ বিধিনিষেধ রয়েছে, বর্তমান সময়ে যেকোন গনজমায়েত নিষিদ্ধ।