• রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব। 

চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৩১ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব‍্যুরো।

 

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং ০১/২০২১) হয়েছে। সুনির্দিষ্ট দুইটি অভিযোগে গত সপ্তাহে এ মামলা হয়েছে। যথাযথ অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে বলেও কর্পোরেশন সুত্রে জানা যায়।

 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, কোভিড-১৯ মহামারির জন্য সরকার হতে প্রাপ্ত টাকা এস্টেট শাখার দোকান ভাড়ার হিসাব নম্বরে জমা করেছেন সাইফুদ্দিন। সরকারি টাকা রাজস্ব তহবিলে সংমিশ্রণের কারণে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস হতে আপত্তির পাশাপাশি হিসাবটি বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে অভিযোগপত্রে বলা হয়।

এছাড়া ১৪টি চেক এসাইনম্যান্টকৃত হিসাব নম্বরে পরিশোধ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে জমা করার অভিযোগ আনা হয়। এ বিষয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ইতোপূর্বে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও জবাব সন্তোষজনক ছিল না বলে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তের আচরণ চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক) (খ) মোতাবেক অসদাচরণ পর্যায়ভুক্ত ও শাস্তিযোগ্য অপরাধ। তাই বিধি অনুযায়ী কেন শাস্তি দেয়া হবে না তার জবাব তা সাত কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়। একইসঙ্গে শুনানিতে কোন কিছু জ্ঞাত করাতে চাইলে বা আত্মপক্ষ সমর্থনে কোন স্বাক্ষ্য উপস্থাপন করতে চাইলে লিখিত জবাবে তা উল্লেখ করতে বলা হয়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, সিটি কর্পোরেশনের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হলেন মেয়র। মেয়রের নির্দেশ ছাড়া এক টাকাও খরচ করার সুযোগ নাই এবং সিদ্ধান্তের বাইরেও কিছু করার সুযোগ নাই। মেয়র যেভাবে বলেছেন সেভাবে দায়িত্ব পালন করেছি।

 

তিনি বলেন, তিন কোটি টাকা ছিল স্পেশাল বরাদ্দ। মেয়র সিটি কর্পোরেশনের যে অ্যাকাউন্টে জমা করতে বলেছেন সে অ্যাকাউন্টে করেছি। এখানে টাকা আত্মসাৎ হয়নি। ঠিকাদারের বিলের বিষয়টিও একই। মেয়রের নির্দেশ মেনেছি। অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মেয়রের নির্দেশনা অমান্য করেছেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌