মোঃ মারুফ হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
পরিবেশ বান্ধব ইকো-ট্যুরিজম ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ২০২১ খ্রিস্টাব্দ। মঙ্গলবার সকাল ১১ টার সময় চাঁদপাই রেঞ্জের সিএমসি কার্যালয়ে বন কর্মকর্তা /কর্মচারী ইকো-ট্যুর অপারেটর গাইড ও সিএসমসি সদস্যদের তিন দিন ব্যাপি পরিবেশ বান্ধব ইকো-ট্যুরিজম ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রথমদিনে উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন বিভাগীয় বন কর্মকর্তা,সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাট।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, সিএমসির বর্তমান আহবায়ক শেখ শফিকুল ইসলাম রাসেল,ও সিএমসির কেশিয়ার আলামিন মোছাল্লি, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সহ প্রমুখ। এ-সময় বনবিভাগের ১১ জন,সিএমসির ৪ জন,এবং সিপিজির ৩ জন এবং গাইড ২জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনদিন ব্যাপি কর্মশালা প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় মোঃ মিজানুর রহমান।
আয়োজনে সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাট।