মোঃ আনিছুর রহমান চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের ইতিহাসে এই প্রথম মহিলা জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান।
যিনি প্রশাসনের ২২তম বিসিএস ক্যাডার। আর এতে যোগদান করেন ১০ই ডিসেম্বর ২০০৩ সালে।কর্মজীবনে তিনি সুনামের সহিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি উপ-সচিব পদে প্রমোশনের পর বাংলাদেশ বিমান কর্পোরেশন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেছেন।
১৭ই ডিসেম্বর তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রস্থ হন।
চাঁদপুরের এই জেলা প্রশাসন কর্মকর্তাকে ‘দৈনিক আমাদের সংগ্রাম এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা প্রতিনিধি