এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠনের নামের তালিকা ও মোবাইল নাম্বার
চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ থেকে আরও ভয়াবহ তে পরিণত হয়েছে শতকরা ৪৯% শতাংশ বৃদ্ধি পায় এই ভয়াবহ পরিস্থিতিতে আপনার পাশে জনকল্যাণ যেসব সংগঠনগুলো কাজ করছে
১। সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
01818366522
01872136136
01718686110
২। শহিদ সিয়াম স্মৃতি সংসদ, নিউ ট্রাক রোড মস্তান বাড়ি চাঁদপুর।
+8801911502305
৩/ তারুণ্যের অগ্রদূত, চাঁদপুর সদর
01865255853
৪। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট।
01732321545
৫। সজাগ ফাউন্ডেশন।
কালীবাড়ি, শাহরাস্তি
01886000453, 01790618686,
01875361256
৬। দিশারী সমাজকল্যাণ সংস্থা (শাহরাস্তি,হাজিগঞ্জ)
01839404949
01850310450
৭। “Red Relation” লাল সম্পর্ক রক্তদান সংস্থা পালাখাল, কচুয়া উপজেলা।
01609444865
01609444866
৮। “সবুজ সংঘ” হাজিগঞ্জ। সরাসরি ষ্টেশন রোডের সংঘের অফিসে যোগাযোগ করুন।
অথবা
+8801711116806
+8801718222765
+8801726794633
+8801722353757
৯। আলোর বাহন, হাজিগঞ্জ
01817957888
১০। আলোর মশাল সামাজিক যুব সংগঠনের অক্সিজেন সেবা
লোকেশনঃ কচুয়া, শাহরাস্তি, হাজিগঞ্জ উপজেলায়
সায়েম মৃধাঃ-01987507080
চাঁদপুর জেলায় অনেক গুলো সংগঠন কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা অনেক বেশি কিন্ত সংগঠন গুলোর কাছে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় সকলকে দেওয়া যাচ্ছেনা। দেশ ও প্রবাসে আর্থিক ভাবে যারা সচ্ছল আছেন আপনারা চাইলে সংগঠন গুলোর এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। একটি সিলিন্ডার ১৫-১৭ হাজার টাকা, নিচে চাঁদপুর জেলায় বিভিন্ন সংগঠন গুলোর নাম ও নাম্বার দেওয়া প্রয়োজনে যোগাযোগ করার সুবিধার্থে।