এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের মতো সর্বাত্মক লকডাউনের চাঁদপুর হাজীগঞ্জে কঠোর ছিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৭ আগস্ট) হাজীগঞ্জের বিভিন্ন স্থানে
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনামুল হাসান) এর এই অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এ দিন করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য সারা দিন জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কালে হাজিগঞ্জ ১ ও ২ নং ওয়ার্ড বলাখাল বাজারে ৫০০ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লকডাউনের বিধি নিষেধ না মানায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ। চাঁদপুর জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনামুল হাসান) দফায় দফায় মামলায় ও জরিমানা করেন। এসময় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে হাজিগঞ্জ ১ ও ২ নং ওয়ার্ড বলাখাল বাজারের প্রায় অর্ধশত দোকান খোলা ছিল। অভিযানে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকানের সাঁটার টানিয়ে আবার দোকান খোলা রেখেই অনেকে পালিয়ে যায়।
এ সময় তিনি মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ক্রেতা ও বিক্রেতাসহ সর্বসাধারণকে সরকারি বিধি-নিষেধ এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়া জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।