মোঃমেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জঃ বুধবার (২৫ জানুয়ারী ২০২৩ইং) তারিখে প্রগতি লাইফ ইনসুরেন্স লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ সার্ভির্সিং সেল অফিসের মাধ্যমে গ্রাহকের মৃত্যু দাবীর টাকা হস্তান্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাকাফুল এখলাস এর প্রকল্প প্রধান মোঃ মোসলেহ উদ্দীন, বিশেষ অতিথি মোঃ সুলতান মাহমুদ এ্যাপোলা (জি.এম) বগুড়া,মহাশয় বিচিত্র কুমার পাল ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ সার্ভির্সিং সেল, এবং অত্র অফিসের কর্মিসহ বীমার আওতাভুক্ত অধ্যশতাধিক গ্রাহকবৃন্দ।উপস্থিত গ্রাহকের সামনে মরহুম ”আক্তারুজ্জামান টিপু( সাবেক ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ” এর বীমার মৃত্যু দাবীর ১৫,৬৪,০৮০/-(পনের লাখ চৌষট্টি হাজার আশি)টাকার চেক প্রদান করে তার নমিনি সুলতানা পারভীনের নিকট। এছাড়াও সিরাজুল ইসলাম, সেলিম রেজা,গোলাপী,উসমান গনী এবং আব্দুস সামাদ নামে ব্যক্তিদের মাঝে ৭,৪৫,৫১৬/-(সাত লাখ পয়চল্লিশ হাজার পাঁচশত ষৌল) টাকার বীমার মেয়াদ পূর্তির চেক প্রদান করা হয়।